কাপাসিয়ায় মোবাইল কোর্টে মোটরসাইকেল চালকদের জরিমানা
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় ৬ আগস্ট বিকালে ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় হেলমেট ও লাইসেন্সবিহীন চালক সহ নানা অনিয়মের কারণে ১০ জনকে জরিমানা করা হয়। ১০ মামলায় ১ হাজার ৬০০ টাকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো: মাকছুদুল ইসলাম জানান, ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় ৮টি মটর সাইকেল চালককে ১৬ শত টাকা জরিমানা ও ২ টি মটর সাইকেল জব্দ করা হয়। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো: মাকছুদুল ইসলামের নেতৃত্বে কাপাসিয়া তরগাঁও এলাকায় অভিযান চালিয়ে নাম্বার বিহীন মোটরসাইকেল, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে করা মামলায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার এস আই শফিকুল ইসলাম,এ এস আই সোহাগ আলম।